Thursday, December 15, 2016

ভার্চুয়াল জগতে আসল প্রেম জমে উঠুক

ওয়েবডেস্ক:‌ সাইবার যুগে এখন অনেক প্রেমের সূত্রপাতই হয় ডেটিং অ্যাপ কিংবা ডেটিং ওয়েবসাইটে। এর বাইরে ফেসবুক, টুইটার ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলো তো রয়েছেই। কী ভাবে অনলাইন ডেটিংয়ে পারদর্শী হয়ে উঠবেন?‌ কী করে?‌ রইল টিপ্‌স।



❏‌ প্রেম করতেই হবে, এমন মানসিকতা নিয়ে কথা শুরু করবেন না। মনে রাখবেন, প্রেমে তাড়াহুড়ো করার চেয়ে বড় ভুল আর কিছুই নেই।
❏‌ সৎ থাকুন। সঙ্গী কিংবা সঙ্গিনীকে মুগ্ধ করার জন্য অহেতুক মিথ্যা কথা বলবেন না। নিজের সম্পর্কে বাড়িয়েও বলবেন না। মনে রাখবেন, আপনি কোনও সুপারহিরো নন যে আপনাকে সব জানতে বা পারতেই হবে।
❏‌ কারও সঙ্গে ডেটিংয়ের মানসিক প্রস্তুতি নেওয়ার আগে তাঁর সম্পর্কে ভাল করে জেনে নিন। ফেসবুক প্রোফাইল একটু ঘাঁটলেই অনেক তথ্য জানা যায়। পছন্দ অপছন্দগুলো জেনে নেওয়া যায়। তাছাড়া ‘‌মিউচুয়াল ফ্রেন্ডস’‌-‌রা আর কবে কাজে আসবেন?‌
❏‌ কারও সম্পর্কে অল্প জেনেই তাঁর সম্পর্কে সিদ্ধান্তে আসবেন না। একটা ছবি কিংবা একটা স্টেটাস দেখেই কারও স্বভাব বা মানসিকতা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন না।
❏‌ শুরুতেই নিজের সম্পর্কে সব কথা হুড়মুড় করে বলে দেবেন না। শুরুর দিকে বলুন কম, শুনুন বেশি।
❏‌ প্রেমে প্রত্যাখ্যাত হলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, ঠিকমতো সঙ্গী বা সঙ্গিনী চট করে যে মিলবে, তার কোনও মানে নেই।
❏‌ প্রথম কয়েকবার দেখা করার জন্য কোনও নির্জন জায়গা বাছবেন না।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: