Sunday, February 2, 2020

সাত দিনেই ত্বকের কালো দাগ দূর করুন জাদুর মতো

নানা কারণেই আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হতে থাকে। রোদে পুড়ে বা ভুল প্রসাধনীর ব্যবহারও এর জন্য দায়ী। তাছাড়া ঠিকভাবে ত্বকের যত্ন না নিলেও ত্বকে কালো দাগ পড়তে পারে।

ব্রণের দাগের কারণেও আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে থাকে। যদি মুখে কালো দাগ হয়ে যায়, তাহলে ভুলেও কোনো প্রসাধনী ব্যবহার করবেন না। এতে ত্বকের আরো ক্ষতি হয়। তাই প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করুন। চলুন জেনে নেয়া যাক ত্বকের কালো দাগ থেকে মুক্তির সেই জাদুকরী উপায়টি-

একটি পাত্রে শশা, পেঁপে আর টমেটোর রস সম পরিমাণে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। যখন শুকিয়ে যাবে তখন দ্বিতীয় বার আবার এই মিশ্রণটি মুখে লাগান।

একইভাবে তিন থেকে চার বার এই মিশ্রণটি মুখে ব্যবহার করুন। ২০ মিনিট রাখার পর মুখটা ভালোভাবে উষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে কয়েকদিন এটি ব্যবহার করতে পারেন। সাত দিনেই ফলাফল চোখে পড়বে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: