Sunday, March 24, 2019

মোজায় দুর্গন্ধ দূর করবেন যেভাবে


অতিরিক্ত পা ঘামা খুবই বিরক্তিকর একটি সমস্যা, বিশেষ করে অনেকেরই শীতকালে খুব পা ঘামে। আর ঘেমে যাওয়া পায়ে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, যার ফলে পায়ে বিশ্রী দুর্গন্ধের সৃষ্টি হয়। এ ক্ষেত্রে মোজায় পারফিউম বা পাউডার মেখেও লাভ হয় না।  জেনে নিন কীভাবে মুক্তি পাবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে।
১) সুতির মোজা ব্যবহার করুন।
২) যাদের এমন সমস্যা হয়, তাদের ঘন ঘন চা বা কফি না খাওয়াই ভাল।
৩) মশলাদার (স্পাইসি) খাবার এড়িয়ে চলুন। ৪) সপ্তাহে অন্তত একবার জুতার ভিতরে সুগন্ধি পাউডার দিয়ে, ভাল করে কাপড় দিয়ে মুছে নিন।
৫) মাঝে মধ্যে জুতাগুলোকে রোদে দিন।
৬) একই মোজা দু’দিনে ব্যবহার করবেন না।
৭) নিয়মিত পা পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফিরে গরম পানিতে একটু লবণ ফেলে ভাল করে পা ধুয়ে নিন।
৮) ভাল করে পা মুছে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: