Sunday, March 24, 2019

নিমেই রয়েছে বহু অবিশ্বাস্য উপকারিতা


নিমপাতার গুণাগুণ সম্পর্কে নানা জন নানা কথা বলে থাকে। তাই আপনার বাড়ির পাশেই যদি নিমগাছ থাকে তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। কারণ বেশ কয়েকটি উপকারে লাগতে পারে নিমপাতা। সেগুলি কী তা আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন—
১। কেটে বা ছিঁড়ে গেলে বা পোকার কামড় খেলে ক্ষতস্থানে নিমপাতা বাটা লাগিয়ে নিন। ইনফেকশন হবে না। ক্ষত তাড়াতাড়ি শুকোবে।
২। খুশকির সমস্যা থাকলে নিমপাতা পানিতে সেদ্ধ করুন। পানির রং সবুজ হলে নামিয়ে ঠাণ্ডা করুন। শ্যাম্পু করার পরে ওই পানি দিয়ে চুল ধুয়ে নিন।
৩। চোখ জ্বালা করলে বা চোখ লাল হয়ে গেলে নিমপাতা পানিতে সেদ্ধ করুন। পানি ঠাণ্ডা হলে, তাই দিয়ে চোখ ধুলে উপকার পাবেন।
৪। ব্রণ বা মুখে কালো ছোপ থাকলে নিমপাতা বাটা লাগিয়ে নিন।
৫। ত্বকে বিভিন্ন ধরনের রোগ হয়। কাঁচা হলুদ বাটার সঙ্গে নিমপাতা বাটা মিশিয়ে ব্যবহার করুন।
৬। দাঁতে সমস্যা হলে বা মুখে দুর্গন্ধ হলে নিম ডাল দিয়ে দাঁত মাজুন।
৭। ডায়াবেটিস রোগীদের জন্যও নিমপাতা খুব উপকারী। নিয়ম করে নিমপাতা খান।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: