Friday, July 29, 2016

প্রাকৃতিক উপায়ে খুশকি দূর

নানারকম প্রসাধনী ব্যবহার করেও সুফল পাচ্ছেন না। এবার তাহলে প্রাকৃতিক উপাদান দিয়ে চেষ্টা করে দেখুন।








লেবু, দই বা ডিমের সাদা অংশ- হাতের কাছেই পাওয়া যায় এরকম নানান উপকরণ দিয়ে খুশকি দূর করার উপায় জানিয়েছে রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইট।  ১. লেবু, দই আর তেলের মিশ্রণ তৈরি করে চুলে মাখতে পারেন। ১৫ থেকে ২০ মিনিট মিশ্রণে চুল ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।  ২. একই পদ্ধতিতে ডিমের সাদা অংশ চুলে মাখতে পারেন। দুর্গন্ধ এড়াতে মাথায় প্লাস্টিকের কাগজ মুড়িয়ে নিতে পারেন।  শ্যাম্পুর বদলে বেইকিং সোডা ব্যবহার করতে পারেন, কারণ এটি প্রাকৃতিক খুশকিনাশক।  ৩. অ্যাপল সাইডার ভিনিগার দিয়ে ২০ মিনিট চুল ভিজিয়ে রেখে ধুয়ে ফেলতে পারেন।  টি ট্রি অয়েল যুক্ত শ্যাম্পু ব্যবহার করা উপকারী।  স্বাভাবিকভাবে চুল ধোয়ার পর এক ভাগ মাউথওয়াশ আর নয় ভাগ পানির মিশ্রণ চুলে ঢেলে পরে ধুয়ে ফেলতে পারেন।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: