Sunday, March 24, 2019

ঠোঁটের কালচে দাগ দূর করবেন যেভাবে


অনেকেই ঠোটেই কালচে দাগ দেখা যায়। এ কারণে কেউ অস্বস্তিতেও ভোগেন। গোলাপি ও কোমল ঠোঁট পেতে চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন এক ধরনের প্যাক, যা ব্যবহার করলে ঠোঁটের মরা চামড়া ও কালচে দাগ দূর করবে।

যেভাবে তৈরি করবেন প্যাক
১. প্রথমেই ১ টেবিল চামচ গোলাপের পাপড়ি গুঁড়ার সঙ্গে ২ চা চামচ ধনেপাতার রস মিশিয়ে নিন। পরিমাণ মতো মধু মিশিয়ে আঠালো পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ৩০ মিনিট ঠোঁটে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ২. সমপরিমাণ গ্লিসারিন ও লেবুর রস একসঙ্গে মেশান। ঘুমানোর আগে ঠোঁটে লাগান। পরদিন ধুয়ে ফেলুন।
৩. ঘি ঘষুন ঠোঁটে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
৪. ১ চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। মিশ্রণটি ৫ মিনিট ঠোঁটে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
৫. ডালিমের দানা পেস্ট করে ঠোঁটে ঘষুন। চাইলে অল্প ঘি মেশাতে পারেন। এটি মরা চামড়া দূর করে প্রাকৃতিক গোলাপি আভা আনবে ঠোঁটে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: