ভালোবাসা শব্দটির সঙ্গে জড়িয়ে আগে অনেক আবেগ, ভালোবাসা ও মায়ামমতা। ভালোবাসা সৃষ্টি জগতে স্রষ্ঠার অন্যতম দান। ভালোবাসা থাকে মানুষের মনে। তাই মনের ভালোবাসা হচ্ছে- সত্যি কারের ভালোবাসা। নারীদের ক্ষেত্রে একাধিক ভালোবাসার প্রস্তাব থাকে, তাই তারা বুঝে উঠতে পারে না কার ভালোবাসা সত্য। বুঝে না ওঠার কারণে অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না।
নারীরা বিশেষ করে প্রেমিকদের নিয়ে এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন। আর তারা মূলত একটা জিনিস বুঝে নিতে চান সবসময়ই, সেটি হল- তিনি যেই মানুষটিকে উজাড় করে ভালোবাসেন সেই মানুষটিও কি তাকে ভালোবাসে ঠিক তার মতো করে।
আসুন জেনে নিই কীভাবে বুঝবেন প্রেমিকের আসল ভালোবাসা-
আমি তোমাকে ভালোবাসি
যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে তার মুখে বলতে কখনও আটকাবে না। সে সবার সামনে বলবে- আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার সম্পর্কটা কখনও আড়াল করতে চাইবে না।
সাহায্য-সহযোগিতা
সত্যিকারে প্রেমিক সবসময় আপনার ভালো কাজে উৎসাহ দেবে। সে সর্বদা প্রস্তুত থাকবে যে কোনো কাজে আপনাকে সাহায্য করার জন্য।
যৌথ ডানার আকাশ
সত্যিকারের প্রেমিক সবসময় আপনাকে নিয়ে ভাববে। আপনার ভালোমন্দ খোঁজখবর নিবে, যা কিছুই করুক না কেন সবসময় আপনাকে জানাবে। সব কিছুর মধ্যে থাকবে আপনার যৌথ অংশগ্রহণ।
ভবিষ্যতের কথা
সত্যিকারের প্রেমিক সবসময় আপনার ভবিষ্যৎ নিয়ে ভাববে। বিভিন্ন বিষয় আপনার সঙ্গে শেয়ার করবে। একসঙ্গে জেনে বুঝে সিদ্ধান্ত নেবে।
আপনি থাকবেন প্রেমিকের কাছে রানি
কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে আপনি থাকবেন তার কাছে রানি, যে আপনাকে সবসময় গুরুত্ব দেবে।তার কাছে আপনি হয়ে থাকবেন রানি। প্রিন্সেস অব দি ওয়ার্ল্ড।
Friday, February 16, 2018
RELATED STORIES
ঘণ্টায় ২ বারের যৌনসম্পর্কে পুরুষের উর্বরতা বাড়ে ঘণ্টায় দুইবার যৌন সম্পর্ক করলে পুরুষের সন্তান জন্মদান সক্ষমতা [ফার্টিলিটি] তিনগুণ বাড়ে বলে এ
ফল খেয়ে ডায়েট শরীরের ওজন কমানো বা সুস্থ থাকার জন্য ডায়েট করে থাকেন অনেকই। খাবার পরিমাণ কমিয়ে, শারীরিক পরিশ্র
সাত দিনেই ত্বকের কালো দাগ দূর করুন জাদুর মতো নানা কারণেই আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হতে থাকে। রোদে পুড়ে বা ভুল প্রসাধনীর ব্যবহারও এর জন্য দায়ী।
চাইলেই দাম্পত্যে শান্তি আনা যায়ইরানার (ছদ্মনাম)
হালকা ব্যায়াম, ভারী ব্যায়াম ব্যায়ামের রুটিন হতে পারে নানাভাবেই। হালকা ব্যায়াম বা ভারী ব্যায়াম, একেকজন একেকভাবে করেন। গবেষণ
সাত দিনেই ব্রণ থেকে মুক্তি দেবে পালংশাক শীত কিংবা গরম প্রায় সব মৌসুমেই ব্রণের সমস্যায় ভুগতে দেখা যায় অনেককেই। মাঝে মধ্যে এর প্রবণতা অনে
0 comments: