Tuesday, August 9, 2016

এক গ্লাস লেবু পানি দূর করবে সকল স্বাস্থ্য সমস্যা

লাইফস্টাইল ডেস্ক: লেবু পানি পান করা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু সব সময় লেবু পানি পান করা সম্ভব হয় না। আবার অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের লেবু পানি পান করা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে লেবু পানি ঔষুধের মত কাজ করে।

১। অতিরিক্ত খাওয়া:  আপনার কি অতিরিক্ত খাওয়ার সমস্যা আছে ? এই অতিরিক্ত খাবার খাওয়া সমস্যা সমাধান করে দেবে লেবু পানি। খাবার খাওয়ার আগে এক গ্লাস লেবু পানি পান করুন। এটি আপনার খাওয়া নিয়ন্ত্রণ করবে।  

২। ক্লান্তিবোধ দূর করা:  ক্লান্তি দূর করার জন্য কফির পরিবর্তে লেবু পানি পান করুন। এটি আপনার শরীর থেকে টক্সিন পর্দাথ দূর করে আপনার ক্লান্ত বোধ দূর করে দিবে। ক্লান্ত অনুভব হলে এক গ্লাস লেবু পানি পান করুন।  


৩। বদহজম:  লেবু পানি অতিরিক্ত খাওয়া যেমন নিয়ন্ত্রণ করে তেমনি এটি বদ হজম দূর করে দেয়। পেট ফোলা, গ্যাস হওয়া, বদ হজম দূর করতে এক গ্লাস পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন।  

৪। স্ট্রেস দূর করতে:  মূলত স্ট্রেস অথবা টেনশনের কারণে মুড পরিবর্তন হয়ে থাকে। লেবু পানি স্ট্রেস দূর করে আপনাকে রিল্যাক্স করে। তাই হতাশাগ্রস্ত হলে লেবু পানি পান করুন। দেখুন দ্রুত স্ট্রেস কমে গেছে।  

৫। ওজন হ্রাস করতে:  ওজন হ্রাস করতে লেবু পানির জুড়ি নেই। লেবুর পানি দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে যা খাওয়া নিয়ন্ত্রণ করে। এটি পেটের মেদ কেটে ওজন হ্রাস করতে সাহায্য করে।  

৬। ঘন ঘন অসুস্থ হওয়া:  প্রায় সময় ঠান্ডা লাগা, নাক বন্ধ হয়ে থাকা কিংবা জ্বর হওয়া কোন ভাল লক্ষণ নয়। শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিলে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। লেবু পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের ব্যাকটেরিয়া এবং ভাইরাস দূর করে।  

৭। ব্রণ দূরে করতে:  আপনার ত্বকে কি ঘন ঘন ব্রণ দেখা দেয়? প্রতিদিন লেবু পানি পান করুন। এতে থাকা ভিটামিন সি ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: