Monday, August 8, 2016

চুল ধোয়ার সময় এই ৬টি ভুলে আপনি চুলের ক্ষতি করছেন না তো ?

চুল পরিচর্যায় যে কাজটি সবচেয়ে বেশি নারীরা করে থাকেন তা হল শ্যাম্পু করা। চুলের ময়লা দূর করতে চুল শ্যাম্পু করা হয়। আপনি জানেন কি, শ্যাম্পু করতে গিয়ে কিছু ভুল প্রায় সব নারীই করে থাকেন? আর এই ভুলগুলোর জন্য চুল পড়া বেড়ে যায় বহুগুণ। এমন কিছু ভুল যা শ্যাম্প করার সময় নারীরা করে থাকেন।  


১। একই শ্যাম্পু বার বার ব্যবহার করা
হেয়ার স্ট্যাইলিস্ট Mario Russo মনে করেন প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই। দুইদিন পর পর শ্যাম্পু করা চুলের জন্য ভাল। তবে একই শ্যাম্পু খুব বেশিদিন ব্যবহার করা উচিত নয়। কয়েক মাস পর একই উপাদান দিয়ে তৈরি অন্য কোন শ্যাম্পু পরিবর্তন করা উচিত- এমন বলেন cosmetic chemist Mort West man। 

২। শ্যাম্পু করার আগে চুল না ভেজানো  
সরাসরি শুকনো চুলে শ্যাম্পু করা উচিত নয়। চুলে শ্যাম্পু করার আগে ভাল করে ভিজিয়ে নিন। চুলে শ্যাম্পু করার আগে ২-৩ মিনিট পানি দিয়ে ভিজিয়ে নিন। তারপর চুলে শ্যাম্পু ব্যবহার করুন।  washing-hair


৩। ভুল শ্যাম্পু ব্যবহার করা  
চুলের ধরণ অনুযায়ী শ্যাম্পু পছন্দ করা উচিত। আপনি কোন ধরণের চুলের অধিকারী শুষ্ক, তৈলাক্ত সে ধরণের চুলের উপযোগী শ্যাম্পু পছন্দ করুন। শ্যাম্পু এবং কন্ডিশনার আলাদা আলাদা ব্যবহার করুন। 

৪। মাথার তালুর এক স্থানে শ্যাম্পু ব্যবহার করা 
   শ্যাম্পু চুলের আগের চেয়ে গোঁড়ায় বেশি প্রয়োজন। তাই চুলের গোড়া থেকে শ্যাম্পু করুন। তবে প্রতিবার একই স্থান থেকে শ্যাম্পু করা উচিত নয়। কখন মাথার তালু থেকে শুরু করুন আবার কখনও ঘাড়ে কাছ থেকে শুরু করুন। 

৫। অতিরিক্ত চুল ঘষা   
শ্যাম্পু করার সময় চুল অতিরিক্ত ঘষা থেকে বিরত থাকুন। এতে চুল পরিষ্কার হওয়ার পরিবর্তে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। আঙুলের ডগা দিয়ে মাথার তালু ম্যাসাজ করুন। আঙুলের নখ অথবা হাতের তালুর পরিবর্তে।  ৬। গরম পানি ব্যবহার করা  চুল পরিষ্কার করতে অনেকেই গরম পানি ব্যবহার করে থাকেন। এটি চুলের গোড়া দুর্বল করে দেয়। গরম পানির পরিবর্তে হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন।   Continue Reading

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: