Friday, July 29, 2016

নখ মজবুত করার উপায়

প্রায়ই নখ ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সমস্যায় ভুগতে হয় অনেককেই। ফলে বড় নখ রাখার শখও পূরণ করা হয় না। তাই নখ শক্ত ও মজবুত করার কিছু পন্থা জেনে রাখুন।


















রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে নখ শক্ত ও মজবুত করার কিছু টিপস উল্লেখ করা হয়।  

 
জলপাইয়ের তেল ও লেবুর রস: খানিকটা জলপাইয়ের তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নখে মালিশ করে সারা রাত রাখতে হবে। নখ ভাঙার সমস্যার সমাধানে এটি বেশ উপকারী।  

অ্যাপেল সাইডার ভিনিগার: এক কাপ পরিমাণ পানিতে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে ১০ মিনিট নখ ভিজিয়ে রাখুন। এই ভিনিগারে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই উপাদান নখ মজবুত করতে সাহায্য করে এবং যে কোনো সংক্রমণ রোধে সহায়তা করে।  

লবণ: একটি পাত্রে পানি নিয়ে তাতে খানিকটা লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তাতে নখ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। সপ্তাহে একবার এই উপায় অনুসরণ করলে নখ ফাঁটার সমস্যা কমে আসবে।  

ভিটামিন ই এবং টি ট্রি তেল ব্যবহার: একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে নিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি তেল মিশিয়ে নখে মালিশ করতে হবে। এই মিশ্রণ শুধু যে নখ মজবুত করবে তা নয় বরং কোনো ফাংগাসের সংক্রমন সারিয়ে তুলতে এবং নখের শুষ্কভাব দূর করতে সাহায্য করবে।





SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: