Tuesday, February 13, 2018

ভালোবাসা দিবসে গুছিয়ে নিন নিজেকে

ভালোবাসা দিবস বলে কথা। তাই সাজগোজ না হলে কি চলে। তাই ভালোবাসা দিবসে নিজেকে প্রিয় মানুষের কাছে আকর্ষণীয় করতে নিতে হবে প্রস্তুতি। গুছিয়ে নিতে হবে নিজেকে। কেননা আপনার সাজগোজ আপনার ব্যক্তিত্বের পরিচায়ক। তাই সাজগোজ করা জরুরি।
আসুন জেনে নিই কীভাবে সাজবেন

ভালোবাসা দিবসে-
মুখের মেকআপ
প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে একটু টোনার লাগিয়ে নিতে হবে। এর পর প্যানসটিক মুখে, ঘাড়ে ও চোখের নিচে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে। তারপর একটু সময় দিতে হবে যেন মেকআপটা ভালোমতো স্কিনে মিশে। আর পাফটা একটু ভিজিয়ে নিয়ে প্যান কেক লাগিয়ে নিন আপনার গায়ের রঙের শেডের সঙ্গে মিলিয়ে।

চোখে সাজ
চোখে শেডের লাগিয়ে আইলাইনার বা কাজল দিয়ে সুন্দর করে চোখটা এঁকে নিন। আইব্রো পেন দিয়ে আইব্রো একটু শেপ করে নিন।

লিপস্টিক
দিনেরবেলা বের হলে হালকা কোনো কালার আর সন্ধ্যা হলে ডিপ কোনো কালারের আপনার পছন্দমতো লিপস্টিক দিন।
সুতি ও আরামদায়ক পোশাক
সুতি ও আরামদায়ক পোশাক বাছাই করুন। এ ছাড়া হালকা গহনা পরার চেষ্টা করুন। সঙ্গে নিন সানগ্লাস ও পানির বোতল।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: