বর্তমানে এমন কোনো পুরুষ খুঁজে পাওয়া যাবে যে আন্ডারওয়্যার ব্যবহার করেন না । তবে বেশিরভাগ পুরুষই জানেন না, এই আন্ডারওয়্যারও হতে পারে ভগ্নস্বাস্থ্যের কারণ।
সম্প্রতি বিভিন্ন গবেষনায় দেখা গেছে,আন্ডারওয়্যার থেকে শুক্রাশয়ের অ্যালার্জি ও ব্যাথা হয়৷ অনেক সময়ই পুরুষ অন্ডকোষের ব্যাথায় ভোগে। কিন্তু সে জানে না, কেন এই সমস্যা হচ্ছে। সাধারণত ২০ থেকে ৪০ বছরের মাঝের পুরুষদের এই সমস্যা বেশি হয়।
লন্ডনের হুইটিংটন হসপিটাল এবং দ্য হার্লে স্ট্রিট ডার্মাটোলজি ক্লিনিকের ডার্মাটোলজিস্ট কনসালটেন্ট অ্যাডাম ফ্রেইডম্যান বলেছেন, কুঁচকির অ্যালার্জি সাধারণত ‘জক ইচ’ নামে পরিচিত। ‘জক ইচ’ সাধারণত ফাংগাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। গ্রীষ্মেই এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। কারণ তখন একদিকে ঘাম হয়, অপরদিকে কাজের সুবাদে দীর্ঘক্ষণ পুরুষকে প্যান্ট পরে থাকতে হয়।
এই সমস্যা থেকে বাঁচার উপায়-
১। এই ধরণের সমস্যা থেকে বাঁচতে আন্ডারওয়্যারের মতো আঁটসাঁট পোশাক না পরা উচিত৷ এমন প্যান্ট এবং আন্ডার-প্যান্ট ব্যবহার করা উচিত, যা ঘাম শোষন করে।
এ তালিকায় অবশ্যই সিল্ক, নাইলন এবং লাইক্রা জাতীয় কাপড় পরিহার করা উচিত সবার।
২. ঢিলেঢালা আন্ডার-প্যান্ট ব্যবহার করে, এই সমস্যা থেকে অনেকাংশেই রেহাই পাওয়া যেতে পারে।
Monday, January 8, 2018
RELATED STORIES
ভ্যালেন্টাইন সপ্তাহে জেনে নিন কোন গোলাপের কি মানে!ভ্যালেন্টাইন সপ
মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করার ৩ উপায় প্রতিদিনের ব্যস্ততায় একটু হলেও আরাম করার সুযোগ করে দেয় মাইক্রোওয়েভ ওভেন নামের যন্ত্রটি। অন্তত প
হাঁটার উপকারিতা সবচেয়ে সহজ ব্যায়াম হচ্ছে হাঁটা। হাঁটলে প্রাকৃতিকভাবে পাবেন সুস্থতা ও প্রাণবন্ত অনুভূতি। আরও রয়ে
দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন? বর্তমানে জ্যোতি
চাইলেই দাম্পত্যে শান্তি আনা যায়ইরানার (ছদ্মনাম)
ঘণ্টায় ২ বারের যৌনসম্পর্কে পুরুষের উর্বরতা বাড়ে ঘণ্টায় দুইবার যৌন সম্পর্ক করলে পুরুষের সন্তান জন্মদান সক্ষমতা [ফার্টিলিটি] তিনগুণ বাড়ে বলে এ
0 comments: