Tuesday, January 16, 2018

আবারও অপূর্ব ও মেহজাবিন

গত বছরের আলোচিত জুটি অপূর্ব ও মেহজাবিন। এক ‘বড় ছেলে’ নাটক দিয়ে অনলাইন ও অফলাইন, দুই মাধ্যমেই আলোচনায় ছিলেন তারা। এ আলোচিত জুটিকে নিয়ে এখন তাই নির্মাতাদের আগ্রহের শেষ নেই। তাদের নিয়ে এবার নাটক নির্মাণ মাহমুদুর রহমান হিমি। নাটকের নাম ‘ইচ্ছে খাম’। এটি রচনা করেছেন শাহরিয়ার তাসদিক। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শুটিং।

এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ইচ্ছে খাম খুব মিষ্টি প্রেমের গল্পের নাটক। একটি মেয়ের স্বপ্ন নিয়ে নাটকের গল্পের শুরু। আমার বিশ্বাস এ নাটকের গল্পই দর্শককে এটি দেখতে আগ্রহী করে তুলবে।’ মেহজাবিন চৌধুরী বলেন, ‘গত বছরের চেয়ে এ বছর আমি নাটকে অভিনয় করার ক্ষেত্রে গল্পের দিকে আরও বেশি মনোযোগী হয়েছি। ইচ্ছে খাম ভালো গল্পের নাটক। এ নাটকে আমি ও অপূর্ব ভাই দু’জনই চেষ্টা করেছি চরিত্রানুযায়ী সর্বোচ্চ ভালো কিছু করার। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা। এদিকে বরাবরের মতো এ বছরও নতুন কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছে না বলে জানিয়েছেন মেহাজাবিন। অন্যদিকে অপূর্ব অভিনীত ‘ঘরে বাইরে’ এবং ‘সোনার শেকল’ নামে দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: